• 017 00 505149
  • uvo.manirampur@gmail.com
  • MANIRAMPUR, JASHORE
Blog
মণিরামপুর ভবদহ এলাকার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতর

মণিরামপুর ভবদহ এলাকার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতর

আজ ৫ই আগষ্ট উপজেলা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রিয় মণিরামপুর উপজেলার ভবদহ অঞ্চরের পানিবন্দি এলাকার বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার বিত্তবান ব্যক্তিদের থেকে ডোনেশন নিয়ে আমাদের স্বেচ্ছাসেবীগন বিভিন্নধরণের খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উপজেলার পানিবন্ধী এলাকায় অসহায় মানুষের মাঝে বিতরণ করে। সংগঠনের স্বেচ্ছাসেবীগন উপজেলার ভবদহ অঞ্চলের বিভিন্ন প্লাবিত এলাকার অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী পৌঁছে দেয়। উক্ত ত্রাণ কার্যক্রমে সার্বিক সহযোগীতায় ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, কবি, জনসেবী, উপন্যাশক মোঃ সাইফুল আলম। তিনি অক্লান্ত পরিশ্রম করে স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে উপহার সামগ্রী অসহায় ব্যক্তিদের দোরগোড়ায় পৌছে দেন।